কাজলের অভিনয়ই বাজিমাৎ, কেমন হল ‘সালাম ভেঙ্কি’?

 

salam-venki-movie-review

সিনেমা যে সবসময় বিনোদন জোগায়, এমনটা কিন্তু না। কিছু ছবি থাকে যা সুন্দর বার্তা দেয়। কিছু ছবি থাকে ভীষণ হাসায় বা মন ভালো করায়। আবার এমন কিছু ছবি থাকে যা মন ভার করে। কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’ ঠিক এই জাতীয় একটি ছবি। যা মন ভার করায়। রেবতি সলমন পরিচালিত নতুন এই ছবি দর্শকদের চোখে জল আনবেই। মা ও ছেলের সম্পর্কের এই গল্পে ইমোশন যেন আষ্টেপিষ্টে জড়িয়ে রয়েছে। এক অসুস্থ ছেলের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার গল্প। তাঁর মায়ের হাল না ছেড়ে দেওয়ার গল্প এই ছবিতে দেখানো হয়েছেতার সঙ্গে চলতে থাকে পারিপার্শ্বিক সমস্যা ও আরও নানান কিছু।

 

পরিচালক রেবতি সালাম ভেঙ্কি’ ছবির গল্প বাস্তব ঘটনা থেকেই তুলে এনেছেন। তাই ছবির চিত্রনাট্য় কখনই বাস্তবকে ঘিরেই। এখানে কল্পনার কোনও জায়গা নেই। তবে ইন্টারমিশনের পর থেকে শুরু হয় গল্পের আসল মারপ্যাচ। এই ছবির মেরুদণ্ডই হলেন কাজল। তাঁর অভিনয় ছবির চিত্রনাট্যকে ছাপিয়ে যায়। অন্যদিকে, ভেঙ্কির চরিত্রে বিশাল জেঠওয়াও অসাধারণ। এছাড়াও ছবিতে রয়েছেন রাজীব খন্ডেলওয়াল, কমল সাদানা, প্রিয়মণি, রাহুল বসু, প্রত্য়েকেই নিজেদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। সব মিলিয়ে ‘সালাম ভেঙ্কি’ একটি অসাধারণ ছবি। এক অসহায় মায়ের লড়াইয়ের গল্প সালাম ভেঙ্কি।


Tags: Kajal, Salam Venki, Bollywood, Vishal Jethwaw, Movie, Review, Kajal Instagram, Kajal Pictures

 

Post a Comment

Previous Post Next Post