মা ও মেয়ের সম্পর্ক যে সবসময় সুন্দর স্বাভাবিক হবে, তা কিন্তু নয়। রাগ বা ঝগড়াও মা-মেয়ের সম্পর্কের মাঝে ভীষণ স্বাভাবিক। তবে মেয়েকে মেয়ে হিসেবে না মেনে নেওয়া, মান-অভিমানের গল্প বলবে নেটফ্লিক্সের নতুন ছবি ‘কলা’। ধূসর কিছু চরিত্র দিয়ে ‘কলা’ ছবিটি তৈরি করেছেন পরিচালক অন্বিতা দত্ত। সাদা-কালো জমানার গ্ল্যামার জগতের সন্ধান পাওয়া যায় ছবিটিতে। মা ও মেয়ের কাহিনি যেন মন ছুঁয়ে যায়। ছবিটির প্রধান চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও তৃপ্তি ডিমরি। উর্মিলা মঞ্জুশ্রীর চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা ও তাঁর মেয়ে কলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্প। কাশ্মীরের এক আলো-আঁধারি বাড়িতে থাকেন উর্মিলা। সংগীতের আভিজাত্য আছে তাঁর পরিবারে। কিন্তু তাঁর যমজ সন্তানের মধ্যে মেয়ের বেঁচে থাকাটা মেনে নিতে পারে না সে। তাও আবার এটা জানার পর যে কন্যাভ্রুণ যাবতীয় পুষ্টি পাওয়ায় গর্ভেই মৃত্যু হয়েছে পুত্রসন্তানটির।
অন্যদিকে, মায়ের অবহেলা সত্ত্বেও তাঁকেই গুরু হিসেবে মেনে নেয় কলা। কলার চরিত্রে নিজের ১০০ ভাগ দিয়ে ফুটিয়ে তুলেছেন তৃপ্তি ডিমরি। সেই ছোট থেকে শুধুমাত্র মায়ের ভালোবাসাই পেয়েছিল সে। কিন্তু কখনই তা পায়নি। আবার অন্য চরিত্র জগন (বাবিল খান) নামে ছেলেটিকে মায়ের স্নেহ পেতে দেখে হিংসায় ভরে যায় তার মন। সেই হিংসার বশেই এমন কাজ করে সে, যার বোঝা সংগীত জগতে ‘গোল্ডেন ভিনিল’ পাওয়ার পরও বয়ে বেড়াতে হয় তাঁকে।
এই ছবিতে অভিনয় করেছেন সমীর কোচর, অমিত সিয়াল, বরুণ গ্রোভার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁরা পার্শ্ব চরিত্রের কাজটি করেছেন মাত্র। ক্যামিও চরিত্রে অনুষ্কা শর্মা ছিলেন। তিনি সাদা-কালো জমানার অভিনেত্রীদের মনে করিয়েছেন।
Tags: Qala, Netflix,Movies, Swastika Mukherjee, Tripti Dimri, Anwita Dutta , swastika pictures
Post a Comment