বলিউডে এই প্রথম নেকড়ে-মানব নিয়ে সিনেমা, পড়ুন রিভিউ.. | Bhediya Movie Review in Bengali, IMDB Ratings, Cast

bhediya-movie-2022-review-and-ratings-in-bengali

প্রথমবার নেকড়ে-মানবের সিনেমা করতে গিয়ে দর্শকদের নিরাশ করেননি বরুণ ধওয়ান, কৃতি শ্যানন ও পরিচালক সহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা। ছবিতে অরুণাচল না গিয়েও সেখানকার অপূর্ব প্রকৃতিকে উপভোগ করতে পারবেন দর্শকরা। ভয় ও হাসি দুটোর সংমিশ্রনই খুব ভালোভাবে করেছেন পরিচালক। ছবি প্রসঙ্গে বলা যাক, কাহিনির শুরুতেই দেখা যায় শরদ কেলকরকে। ক্যামিও চরিত্রে অভিনয় করেই কাহিনির সূত্রপাত করে দেন তিনি। ছবির প্রধান চরিত্র ভাস্কর শর্মা হিসেবে বরুণ ধাওয়ানকে দেখা যায়। কোম্পানির কাজে অরুণাচলে যেতে হয় ভাস্করকে। তারপরই গল্প এগোতে থাকে । 

bhediya-movie-2022-review-and-ratings-in-bengali 
Screen Grabbed from Youtube trailer
 
 
সেই অরুণাচলে গিয়ে ‘ইচ্ছাধারী ভেড়িয়া’ অর্থাৎ নেকড়ে-মানবের কামড়ে আহত হয় ভাস্কর। অল্প সময়েই নিজের শরীরে পরিবর্তন লক্ষ্য করে। ধীরে ধীরে সেও হয়ে ওঠে নেকড়ে-মানব। প্রধান চরিত্র বরুণ ধাওয়ানকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। তবে ‘ভেড়িয়া’ সিনেমার আসল সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিনয় অনবদ্য। সিনেমায় কৃতি শ্যানন শুধুমাত্র নিজের ভূমিকা পালন করেছেন । 
 

Bhediya Movie Review in Bengali, IMDB Ratings, Cast 
Screen Grabbed from Youtube trailer


হরর কমেডি ঘরানায় পরিচালক অমর কৌশিকের মুন্সিয়ানা রয়েছে। তবে তাঁর ছবিতে একঘেয়েমির কোনও অবকাশ নেই। ভিএফক্সের কাজ কয়েকটি জায়গায় বেশ ভালো। বিশেষ করে বরুণ ধাওয়ানের নেকড়েতে রূপান্তরিত হওয়ার দৃশ্যে। সবমিলিয়ে 'ভেড়িয়া' ছবিতে কেউই নিরাশ করেননি।


 IMDb  Rating :  ⭐ 8.1 /10 (11K Votes)

 

 

চলচ্চিত্র জগতের টাটকা খবর পেতে ফলো করুন

stars-jivani-google-news-banner

Follow Us On 👇

facebook-follow-starsjivani  instagram-follow-starsjivani  twitter-follow-starsjivani

Tags: Bhediya Movie Review, Bhediya Movie Review in Bengali, Bhediya imdb Ratings, Bhediya Movie Ratings and Review in Bengali

Post a Comment

Previous Post Next Post