বিয়ের পর প্রথমবার বড়পর্দায় ক্যাটরিনা কাইফ। হরর কমেডি নিয়ে ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। তবে চিত্রনাট্যে ভরাডুবি 'ফোন ভূত' সিনেমায়। ভূতের ছবি কিন্তু ভূতের নয়। হাসির ছবি কিন্তু কোনও দৃশ্যই হাসাতে পারে না দর্শককে। ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী, ঈশান খট্টর অভিনীত নতুন ছবি ‘ফোন ভূত’। যার শুরু থেকে শেষ উদ্দেশ্যহীন।
সিনেমা দেখে যতটুকু বোঝা গিয়েছে তা হল, ভূতকে সঙ্গী করে এক তান্ত্রিককে শায়েস্তা করার গল্প। যার কেন্দ্রে ক্যাটরিনা, যিনি এক আত্মার ভূমিকায় অভিনয় করেছেন। আর তাঁর সঙ্গী হলেন ঈশান ও সিদ্ধান্ত। ছবির পরিচালনা করেছেন গুরমীত সিং।
অভিনয়ের দিক থেকে তেমন কিছু বলার নেই। ক্যাটরিনাকে কেন্দ্র করেই পুরো ছবিটা তৈরি করেছে পরিচালক। পুরো সিনেমায় ফোকাস তাঁর দিকেই ছিল। কিন্তু ক্যাটরিনা তার মান রাখতে পারলেন না। সামান্য কিছু হাস্যরস রয়েছে ছবিতে। কিন্তু কিছুতেই কিছু জমাতে পারেননি পরিচালক। ফলে সম্পূর্ণ ডুবেছে 'ফোন ভূত'।
IMDb Rating : ⭐ 7.4/10 (6.9K Votes)
চলচ্চিত্র জগতের টাটকা খবর পেতে ফলো করুন
Follow Us On 👇
Tags:Phone Bhoot Review, Phone Bhoot Bengali Review
Post a Comment