প্রযোজনায় হাতেখড়ি আলিয়া ভাটের, অভিনয়ে কতটা মন কাড়লো 'ডার্লিংস'?

netflix-movie-darlings-review

বহু প্রতীক্ষার পর অবশেষে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত 'ডার্লিংস'। এই ওয়েব সিনেমার মাধ্যমে প্রযোজনাতেও হাতেখড়ি হল অভিনেত্রী আলিয়া ভাটের। মাত্র ২৯ বছর বয়সেই প্রযোজনার অংশীদার হলেন রণবীর-ঘরনী। প্রযোজনা ও অভিনয় দুই ক্ষেত্রেই সমানভাবে মন জয় করে নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে তাল মিলিয়ে অভিনয়ে পারদর্শীতা দেখিয়েছেন শেফালী শাহ ও বিজয় বর্মা। তাঁদের তিনজনের অভিনয় দক্ষতাতেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন 'ডার্লিংস'।


শুরুর দিকে এই সিনেমা সাধারণ দাম্পত্যের কাহিনী মনে হতে পারে। গদধরা স্বামী-স্ত্রীর গল্প নিয়ে এগিয়ে চললেও সিনেমায় রয়েছে জমকালো টুইস্ট। সিনেমায় আলিয়ার চরিত্রের নাম বদরু। তাঁর স্বামী হামজার চরিত্রে বিজয় বর্মা ও মা শামসুরের চরিত্রে শেফালি শাহ অভিনয় করেছেন। গল্প অনুযায়ী, মায়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিল বদরু। মাতাল, বদরাগী স্বামীর সঙ্গে ঘর করার আপ্রাণ চেষ্টা করেছিল সে। কিন্তু হাজার চেষ্টা করেও হামজাকে শোধরাতে পারেনি বদরু। তারপরই সব মারাত্মক কাণ্ড ঘটায় সে। মা হিসেবে যোগ্য সঙ্গত দিয়েছেন শেফালী। স্বামীর চরিত্রে বিজয় বর্মার অভিনয় বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে বেশ ফুটে উঠেছে 'ডার্লিংস'।


সিনেমা – ডার্লিংস

অভিনয়ে – আলিয়া ভাট, শেফালি শাহ, বিজয় বর্মা, রোশন ম্যাথিউ, রাজেশ শর্মা, বিজয় মৌর্য, সন্তোষ জুভেকর

পরিচালনায় – জসমীত কে, রিম


Tags: Dralings, Web Movie, Alia Bhatt, Vijay Burma, shefali shah, Netflix

Post a Comment

Previous Post Next Post