'মার্ডার ইন দ্য হিলস'-এর পর আবারও খুনের রহস্য নিয়ে হাজির হয়েছেন অঞ্জন দত্ত। আগেরবার দার্জিলিংয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল সিরিজটি। এবার পুরীর সমুদ্রকে ঘিরে ক্রমেই রহস্য ঘনীভূত হয়েছে 'মার্ডার বাই দ্য সি'-তে। তবে কোথাও যেন একই ছন্দ, একই ধরণ, গোনা কয়েক চেনা অভিনেতা-অভিনেত্রী। নতুন কিছুই যেন পাওয়া গেল না। পাহাড় আর সমুদ্র বাদে তফাৎ খুব কমই রয়েছে।
যদি অভিনয়ের বিষয় বলা যায়, তবে সিরিজের প্রধান চরিত্র অনন্যা চ্যাটার্জি একদমই ফুটিয়ে তুলতে পারেননি। বাইপোলার ডিসঅর্ডারের রোগীর চরিত্রে তিনি নিষ্প্রভ হয়ে পড়েছেন। অন্যদিকে, রূপঙ্কর বাগচীর অভিনয় অনেক জায়গাতেই নাটুকে মনে হতে পারে। প্রথম ওয়েব সিরিজ হিসেবে তৃণার চরিত্র একেবারেই গুরুত্ব পায়নি। অর্জুন শুধুমাত্র বড়লোকের বদরাগী ছেলে হয়েই রয়ে গেলেন। অঞ্জন দত্তের নিজেরও অভিনয় কোথায় যেন খেই হারিয়ে ফেলেছে।
যদি গল্পের বিষয় বলা যায়, তবে একজন লেখিকা বাইপোলার। ছোটবেলার দুঃস্বপ্ন তাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। সেখান থেকে দূরে থাকতে পুরীতে আসে সে। সেখানেই ঘটে যাওয়া এক খুনের ঘটনা ক্রমশ গল্প জটিল করে। তদন্ত চলাকালীন খুনের মোটিভ অনেক থাকলেও, গল্পের শেষটা বড্ড নাটুকে। কারোর খুনের মোটিভই ঠিক নেই। আবার সম্পর্কগুলোও সব ওলট-পালট হয়ে যায়। তাতে চরিত্রের গুরুত্ব অনেকটাই কমেছে। অঞ্জন দত্তের সিনেমা, ওয়েব সিরিজের মতো এতেও মদ, সিগারেটের ব্যবহারে অন্যথা হয়নি। তবে কোথাও একটা গল্পটা ফিকে হয়ে গেছে।
Tags: Hoichoi, Web Series, Anjan Dutta, Murder By the sea, Arjun Chakraborty, Ananya Chatterjee
Post a Comment