Heading : ক্যারিয়ারের শুরু করেছিলেন ছোটপর্দার মাধ্যমে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ধারাবাহিকে জায়গা করে নিয়েছিলেন তিনি। দর্শকদের ড্রয়িং রুম থেকে মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। তিনি হলেন ম্রুনাল ঠাকুর।
Caption: বর্তমানে বলিউডের বড়পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী ্ম্রুনালকে। একের পর এক সিনেমায় দেখা যাচ্ছে তাঁকে।
2/5
Caption: ইতিমধ্যেই কার্তিক আরিয়ানের সঙ্গে 'ধামাকা' মুভিতে অভিনয় করে তাক লাগিয়েছেন। আবার শাহিদ কাপুরের সঙ্গে 'জার্সি' ছবিতেও নিজের সেরাটা দেওয়ার করেছেন তিনি।
Follow Us On 👇
3/5
Caption: ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তার পর বড়পর্দায় তিনি। তাঁর অনুরাগী সংখ্যা অগণিত। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্ত সংখ্যা চোখে পড়ার মতো।
4/5
Caption: নানান সময় নানান লুকে ধরা দিয়েছেন তিনি। কখনও হট অবতারে আবার কখনও মোহময়ী রূপে তাক লাগিয়েছেন তিনি।
5/5
Caption: এছাড়াও ঘুরতে ভালোবাসেন অভিনেত্রী। কাজের ফাঁকে চলে যান ঘুরতে। সেখান থেকেই নানা মুহূর্তের ছবি পোস্ট করেচন অভিনেত্রী। তবে ম্রুনালের সম্পর্কে বলিউডে এখনও কোনো বিতর্ক নেই।
Stars Jivani Keywords : Mrunal Thakur hot pictures, Mrunal Thakur movie list, Mrunal Thakur boyfriend, Mrunal Thakur controversy, Mrunal Thakur serial
Post a Comment