জেনেলিয়া ডিসুজা, বর্তমানে তিনি প্রচারের আলো থেকে একেবারেই দূরে রয়েছেন। তবে লোকচক্ষুর আড়ালে নয়। সোশ্যাল মিডিয়াতে হামেশাই দেখা যায় তাঁকে।
স্বামী রীতেশ দেশমুখ ও দুই ছেলের সঙ্গে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। তবে বড়পর্দায় বহু বছর ধরেই তাঁর দেখা নেই।
একটা সময় চুটিয়ে অভিনয় করেছেন জেনেলিয়া। বেশ অনেকগুলো হিট ছবি রয়েছে অভিনেত্রীর ঝুলিতে।
তবে এবার আবারও বড়পর্দায় আসতে চলেছেন জেনেলিয়া। অভিনেতা তথা স্বামী রীতেশের হাত ধরে নতুন ছবির শুটিং শুরু করেছেন তাঁরা।
এতদিন পাপারাজ্জির চোখের আড়ালে থাকলেও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেননি তিনি। মজার মজার ভিডিও, ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
বহু বছর প্রেমের পর বলিউডের জনপ্রিয় অভিনেতা রীতেশ দেশমুখকে বিয়ে করেছিলেন জেনেলিয়া। দীর্ঘ বছর ধরে সংসার করছেন। বলিউডের আইডল কাপল হিসেবেই পরিচিত তাঁরা।
Tags: genelia d'souza, genelia d'souza pictures, genelia d'souza instagram, genelia d'souza movie list, genelia d'souza ritesh deshmukh
Post a Comment