অনুরাগ কাশ্যপের পরিচালনায় সিনেমা মানেই নতুনত্ব কিছু। যা দর্শককে পুরো সিনেমাটি দেখতে বাধ্য করে। তার পরিচালনায় ছবি দেখতে আগ্রহী থাকেন অগণিত দর্শক। অরিও পাওলোর স্প্যানিশ ছবি ‘মিরাজ’-এর অবলম্বনে তৈরি ‘দোবারা’। বলিউডে এই প্রথম টাইম ট্রাভেল ও প্যারালাল ইউনিভার্স নিয়ে কাজ হয়েছে। ছবিতে অভিনয় দক্ষতা দেখিয়েছেন বর্তমান প্রথম সারির অভিনেত্রী তাপসী পান্নু। এছাড়াও রাহুল ভট্ট, পাভেল গুলাটি সহ একাধিক অভিনেতা তাদের দক্ষতা ফুটিয়ে তুলেছেন।
এবার ‘দোবারা’ সিনেমা গল্পে আসা যাক। ১৯৯৬-এর প্রেক্ষাপটে ছবিটি তৈরি করা হয়েছে। পুণের একটি শহরের বাসিন্দা প্রায় দশ বছরের ছেলে অনয় ঝড়ের রাতে পাশের বাড়িতে চেঁচামেচির আওয়াজ শুনে দেখতে যায়। বাড়ি ফেরার পথে, ট্রাকে ধাক্কায় সে মারা যায়। এই ঘটনার প্রায় ২৫ বছর পর অন্তরাকে (তাপসী) ও তার স্বামী বিকাশ (রাহুল ভট্ট) এবং তাদের ছোট্ট মেয়ে অভন্তির ওই বাড়িতে এসে ওঠে। নতুন বাড়ির পুরনো ইতিহাস অন্তরা জানতে পারে বন্ধুর কাছ থেকে। পাশাপাশি ইন্টারনেট থেকে আরও তথ্য সংগ্রহ করে। তারপরই টাইম ট্রাভেলের গল্প শুরু হয়। অন্তরা ২৫ বছর আগের টাইম জোনে চলে যায়। ছোট্ট অনয় যে খুন দেখে ফেলেছিল তার সমাধানে কৌতূহলি হয় পড়ে সে।
অভিনয় প্রসঙ্গে বলতে হলে তাপসী পান্নুর অভিনয় সেই বিশ্বাসযোগ্যতা দেয়। পাশাপাশি, পাভেল গুলাটির অভিনয়ও তুখর ছিল। এক গুরুত্বপূর্ণ চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছেন। থ্রিলার হিসেবে ছবিটি দেখতে মন্দ লাগবে না। সায়েন্স ফিকশন এবং থ্রিলারের মধ্যেও একটু সাটায়ার এবং কমিক রিলিফ আছে। সবমিলিয়ে ছবিটিকে ভালো বলাই চলে।
ছবি : দোবারা
পরিচালক : অনুরাগ কাশ্যপ\
অভিনয় : তাপসী পান্নু, পাভেল গুলাটি, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল ভট্ট
Tags: dobara, movie, taapsee pannu, pavel gulati, rahul bhatt, bollywood, anurag kashyap
Post a Comment