অক্ষয় কুমার মানেই বক্স অফিসে ঝড়। প্রযোজক থেকে শুরু করে পরিচালক। সকলেরই বর্তমানে প্রথম পছন্দ অক্ষয় কুমার। যদিও সেসব এখন অতীত। ‘বেলবটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’ এবং সম্প্রতি ‘রক্ষাবন্ধন’ ছবিও বক্স অফিসের প্রভাব ফেলতে পারেনি। তারপরেও অক্ষয়ের ঝুলিতে এখনও অনেক ছবি রয়েছে। তাঁর পরবর্তী ছবি ‘কাটপুতলি’। ইতিমধ্যেই তাঁর নতুন ছবির টিজার মুক্তি পেয়েছে। তবে এবার প্রেক্ষাগৃহে নয়, বরং ওটিটিতে নতুন ছবির খবর দিলেন অক্ষয়। হটস্টারে মুক্তি পাবে অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী রকুলপ্রীত সিংয়ের পরবর্তী ছবি ‘কাটপুতলি’।
‘কাটপুতলি’ ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। সিরিয়াল কিলারকে ধরতেই অক্ষয় তাঁর মগজাস্ত্র চালাবেন। সেই নিয়েই ছবির গল্প এগোবে। আগামী ২ সেপ্টেম্বর ছবিটি ডিজনি-হটস্টারে মুক্তি পাবে।
অন্যদিকে, মাইনিং ইঞ্জিনিয়ার জসওয়ান্ত সিং গিলের জীবনের উপর নির্ভর করে তৈরি হওয়া আরেকটি ছবির শুটিং করছেন অক্ষয় কুমার। পাশাপাশি 'রাম সেতু' ছবিতেও কাজ করছেন তিনি। তবে ইতিমধ্যেই 'রাম সেতু' ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পোস্টার ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। এখনও ছবির টিজার ও ট্রেইলার মুক্তি পায়নি।
Tags: akhsay kumar movie, akhsay kumar, Hotstar, Rakulpreet singh, bollywood, movie
Post a Comment