কাজল। বলিউড ইন্ডাস্ট্রির জন্য হয়তো এই একটা নামই যথেষ্ট। একের পর এক হিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন তিনি। তাঁর ছবি মানেই নিঃসন্দেহে তা সুপারহিট। নব্বই এর দশক থেকেই বলিউডের চোখের মণি তিনি।
'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে', 'কভি খুশি কভি গম', 'কুছ কুছ হোতা হ্যায়', 'ফানা', সহ একাধিক দারুন দারুন সিনেমার প্রধান চরিত্রে ছিলেন কাজল।
শাহরুখ খানের সঙ্গে কাজলের অনস্ক্রিন কেমিস্ট্রি চোখে পড়ার মতো। পুরো সিনেমা মাতিয়ে রাখার জন্য তাঁরা দুজনই ছিল সেরা। প্রত্যেকটি জনপ্রিয় সিনেমায় জুটি বেঁধেছেন তাঁরা।
Follow Us On 👇
বলিউড অভিনেতা অজয় দেবগনের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ রয়েছেন তিনি। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। যদিও বর্তমানে কাজলকে বড়পর্দায় খুব একটা দেখা যায় না।
Tags: Kajol, Kajol pictures, Kajol hot pictures, Kajol husband, Kajol children, kajolbeautiful pictures
Post a Comment