লিভ ইন সম্পর্ক নিয়ে তৈরি 'সহবাসে', কতটা জমাতে পারলো ইশা-অনুভব?
টলিউড প্রেমের যন্ত্রণা, আবেগ, আবেগহীন প্রেম, ভালোবাসা, একতরফা ভালোবাসা, লিভ ইন সম্পর্ক নিয়ে বেশ কয়েকটি ছবি তৈরি হয়েছে। কোনটা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আবার কোনটা তরুণ প্রজন্মের পরিচালকরা বানিয়েছেন। সব না হলেও বেশ কয়েকটা নজর কেড়েছিল। তবে হয়তো সবকিছুকে ছাপিয়ে গেল অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত ছবি “সহবাসে”। মূল চরিত্রে অভিনয় অভিনয় করেছেন ইশা সাহা ও অনুভব কাঞ্জিলাল। দুজনেই স্বাভাবিক অভিনয় করে মন কেড়েছেন। এছাড়া ছবির নির্মাণ ও সামগ্রিক সবকিছুই চোখযে ভীষণ আরাম দেয়। এছাড়া ছবির চার পাঁচটি গান সমানভাবে কানকে আরাম দেয়। ছবির সংলাপও তেমন মারাকাটারি।
মূলত, বাধ্য হয়ে লিভ ইনে থাকার গল্প নিয়ে তৈরি 'সহবাসে'। গ্রাম থেকে দু চোখে স্বপ্ন নিয়ে বড় শহরে আসা দুই তরুণ তরুণী তুসী আর নীলের গল্প এটি। আর্থিক অনটনের কারণে দুজনেই লিভ ইনে থাকতে একপ্রকার বাধ্য হয়। তবে অবশ্যই তাঁদের পরিবারের কেউই এই বিষয়ে অবগত নয়। এবার একসঙ্গে যা হয়, সেটাই হল। দুজনের মধ্যে তৈরি হল একটি মিষ্টি প্রেম।
গল্প, প্রেম, বাস্তব, আড্ডা সব মিলিয়ে জমিয়ে দেওয়ার মতো একটি ছবি। তুসীর ভূমিকায় ইশা সাহা। তিনি আগাগোড়াই বেশ ভালো অভিনেত্রী। এবারও তার অন্যথা হয়নি। এই ছবিতেও সাবলীল, স্বচ্ছন্দ এবং বাস্তব ও নাটুকে চরিত্রে দর্শকদের মন কেড়েছে।নীলের চরিত্রে নতুন মুখ অনুভব কাঞ্জিলাল। তিনিও অভিনয়ে কোনো খামতি রাখেননি। অন্যান্য চরিত্র যেমন পিকুদার চরিত্রে রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়, পূজার চরিত্রে সায়নী ঘোষ। এছাড়া তুলিকা বসু, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ চক্রবর্তী, ক্যামিও চরিত্রে ব্রাত্য বসু অভিনয় করেছেন।
Tags: Isha saha, Isha saha instagram, Isha saha picture, Isha saha boyfriend, Anubhab Kanjilal, Anjan Kanjilal, Movie, Tollywood
Post a Comment