Heading দক্ষিণী সিনেমা থেকে বলিউডে জার্নিটা খুব একটা কঠিন না হলেও, বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নাম লেখানো যথেষ্টই কঠিন ছিল। আর সেই কাজটা নিজের অভিনয় দক্ষতা দিয়ে বেশ ভালো করেই করেছেন তাপসী পান্নু।
1/6
Caption : দক্ষিণী ছবিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন অনেক আগেই। তারপরে 'পিঙ্ক', 'নাম শাবানা', 'জুরুয়া ২', 'বেবি' সহ একাধিক অসাধারণ সিনেমার মাধ্যমে বলিউডে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।
2/6
Caption : অভিনয় দক্ষতা দিয়ে তো বটেই সোশ্যাল মিডিয়ায় নিজের হট ছবি শেয়ার করে ঝড় তুলেছেন একাধিক ভক্তের মনে।
3/6
Caption : বর্তমানে তিনি মাথিয়াস বো'য়ের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। মাথিয়াস বো ডেনমার্কের ব্যাডমিন্টন প্লেয়ার। যদিও কেউই এই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। তবে তাঁদের একসঙ্গে ছবি সবকিছুই স্পষ্ট করে দে।
4/6
Caption : 'থাপ্পড়', 'হাসিন দিলরুবা'র মতো সিনেমা করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনেত্রী হাতেও রয়েছে একাধিক ছবি। এরপর 'ডাঙ্কি' ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।
5/6
Caption : অভিনয়ের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন তাপসী পান্নু। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ভক্ত সংখ্যা অগণিত। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় তিনি।
6/6
Caption : নানান সময় নানান পোশাকে ছবি দিয়ে নেটিজেনদের মন কেড়েছেন তিনি। কখনও বিকিনি পরে লাস্যময়ী রূপে আবার কখনও গাউনে মোহময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।
Stars Jivani Keywords : taapsee pannu hot, taapsee pannu bold pictures,taapsee pannu hot pictures, taapsee pannu movie list
Post a Comment