অনুষ্কা শর্মার সঙ্গে প্রেম, দীপিকার সঙ্গে বিয়ে, জানুন 'এনার্জি কিং' রণবীর সিংয়ের সম্পর্কে অজানা তথ্য...

ranveer-singh-biography-in-bengali

রণবীর সং ভাবনানী, বলিউডের 'এনার্জি কিং'। যাঁর অভিনয়, নাচ, এন্টারটেইনমেন্টে মেতে থাকে গোটা ভারতবর্ষ। যদিও শুধু ভারতবর্ষ বললে ভুল হবে, বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভিনেতার ভক্ত। ১৯৮৫ সালে ৬ জুলাই মহারাষ্ট্রের মুম্বইতে একটি সিন্ধি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেন তারকা। তাঁর বাবা জগজিৎ সিং ভাবনানি ও মা অঞ্জু ভাবনানি

রণবীর সিং নিজের পড়াশোনা শেষ করে ২০১০ সালে বলিউডে ডেবিউ করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে সুপারহিট সিনেমা দিয়েছেন তিনি বলিউড ইন্ডাস্ট্রিকে। কঠিন ও ভালো চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন তিনি। রণবীর সিং ২০১২ সাল থেকে ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় রয়েছেন তিনি। ২০১৯ সালে তিনি সর্বোচ্চ স্থানে (সপ্তম) পৌঁছেছেন। ২০১৭ এবং ২০১৯ সালের ৫০ জন সবচেয়ে প্রভাবশালী তরুণ ভারতীয়ের তালিকায়ও তিনি ছিলেন। 


বলিউডে ডেবিউ করে অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। বেশকিছু দিন তাঁরা সম্পর্কে ছিলেন। এরপর রণবীর সিং ২০১২ সালে দীপিকা পাডুকোনের সাথে ডেটিং শুরু করেন। তারপর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে ঐতিহ্যবাহী কোঙ্কনি হিন্দু এবং শিখ আনন্দ কারাজ নিয়মে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন।

ranveer-singh-with-his-wife-deepika-padukone

Ranveer Singh movies (রণবীর সিং অভিনীত সিনেমা)

1. Band Baja Baaraat (2010)

2. Ladies vs Ricky Bahl (2011)

3. Bombay Talkies (2013)

4. Lootera (2013)

5. Ram-Leela (2013)

6. Gunday (2014)

7. Finding Fanny (2014)

4. Kill Dill (2014)

5. Hey Bro (2015)

6. Dil Dhadakne Do (2015)

7. Bajirao Mastani (2015)

8. Befikre (2016)

9. Padmaavat (2018)

10. Teefa in Trouble (2018)

11. Simmba (2018)

12. Gully Boy (2019)

13. Ghoomketu (2020)

14. Sooryavanshi (2021)

15. 83 (2021)

16. Jayesbhai Jordaar (2022)


Ranveer Singh Upcoming movies 

1. Cirkus (2022)

2. Rocky Aur Rani ki prem kahani (2022)


Ranveer Singh Awards (রণবীর সিং প্রাপ্ত অ্যাওয়ার্ড)

রণবীর সিং চারটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। ব্যান্ড বাজা বারাত (২০১০)-এর জন্য বেস্ট মেল ডেবিউ, বাজিরাও মাস্তানি (২০১৬) এবং গাল্লি বয় (২০১৯)-এর জন্য সেরা অভিনেতা এবং পদ্মাবত (২০১৮)-এর জন্য সেরা অভিনেতা (সমালোচক)।


Ranveer Singh Controversy (রণবীর সিংহের কিছু বিতর্ক)

১. সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এক থা টাইগার সিনেমা দেখার পর তিনি টুইট করেন। কিন্তু সেই ছবি দেখে বোর হয়েছেন বলে দাবি করেন। এই মন্তব্যের পরেই তিনি বিতর্কে জড়ান।

২. দিল ধড়কনে দো সিনেমায় রণবীর প্রিয়াঙ্কাকে সকলের সামনে চুমু খেয়েছেন। তাতে অসন্তুষ্ট হয়েছিলেন প্রিয়াঙ্কা।

৩. রণবীর নিজের বিয়েতে শিখ ধর্মের কোড অফ কনডাক্ট ভাঙেন বলে অভিযোগ। তাতে ক্ষুব্ধ হয়েছিলেন শিখ গ্রুপ। 


Ranveer Singh Net worth (রণবীর সিংয়ের সম্পত্তি) 

১৫ বিলিয়ন ডলার

Stars Jivani Keywords : ranveer singh birthday, ranveer singh new movie, ranveer singh age, ranveer singh height in feet, ranveer singh movies, ranveer singh father, ranveer singh wife, ranveer singh net worth, ranveer singh upcoming movies, 

Post a Comment

Previous Post Next Post