এই ঈদে আসতে চলেছে মেহেজাবিন চৌধুরীর একগুচ্ছ নাটক, দেখুন সেই তালিকা...
বাংলাদেশের বিনোদন জগৎ মানেই সবার আগে মাথায় আসে সুন্দর সুন্দর 'নাটক'। ৩০ মিনিটা, ৪০ মিনিট বা ৫০ মিনিটের নাটক যেন দর্শককে স্থির করে দেয়। নাটকের প্রতি আকৃষ্ট হতে বাধ্য দর্শক। টেলিভিশনের পর্দা হোক বা ইউটিউব প্রত্যেক ক্ষেত্রেই দর্শককে আটক দেয় এই কিছুক্ষণের নাটক। আর এই 'নাটকের রানী' মেহেজাবিন চৌধুরীকে বললে খুব একটা ভুল হবে না। একের পর এক ছকভাঙা নাটক করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে তাঁর ভক্ত সংখ্যা অগণিত। অভিনেত্রীর সমালোচক সংখ্যা প্রায় নেই বললেই চলে।
সামনে ঈদ। তাই বিদেশ ভ্রমণ সেরে বাংলাদেশে ফিরেই কাজে লেগে পড়েছিলেন পরিশ্রমী মেহেজাবিন। ফল হিসেবে এই ঈদে তাঁর ৬টি নতুন নাটক। ইতিমধ্যেই ৬টি নাটকের ট্রেইলারে বাজিমাৎ করেছেন অভিনেত্রী। নাটকগুলি হল-
১. বিভ্রান্তি
২.অ্যাম্বুলেন্স গার্ল
৩.ব্যবধান
৪.ভয়েজ ক্লিপ
৫. অন্ধ প্রেম
৬.হারানো বিজ্ঞপ্তি
মেহেজাবিনের মতে, তিনি এবার তুলনামূলক কম কাজ করেছেন। বেছে বেছে ভালো কিছু কাজ করার চেষ্টা করেছেন তিনি। এখন দেখার বিষয় ঠিক কতটা ভালো করতে পেরেছেন অভিনেত্রী। এই ঈদেই বোঝা যাবে মেহেজাবিন অভিনীত নাটকের দর্শকদের মন কতটা জয় করতে পারলো।
Tags: mehezabien chowdhury natok, mehezabien chowdhury age, mehezabien chowdhury photos, mehezabien chowdhury boyfriend
Post a Comment