caption: কিয়ারা আডবানি, বর্তমান বলিউডের জনপ্রিয় নাম। তিনি শুধুমাত্র প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেই পড়েন না। তাঁকে বলিউডের 'লক্ষ্মী মেয়ে' বলা হয়। নেটিজেনদের দাবি, তাঁর হাত ধরেই সাম্প্রতিক ছবিগুলি রেকর্ড ব্যবসা করেছে।
caption: বিকিনি হোক বা গাউন, শাড়ি হোক বা ওয়েস্টার্ন সবক্ষেত্রেই লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি থেকে চোখ ফেরানোই একপ্রকার অসম্ভব।
caption: সিনেমার প্রিমিয়ার হোক বা বলিউডের গ্র্যান্ড কোনো সেলিব্রেশন। সবেতেই মোহময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবানি।
2/5
caption: অভিনয় দক্ষতা দিয়ে তো বটেই, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় নানা ছবি দিয়ে লাইমলাইটে থেকেছেন তিনি। আর তাতেই অনুরাগীদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী।3/5
Caption: 'ভুলভুলাইয়া ২', 'লক্ষ্মী', 'জুগ জুগ জিও', 'শেরশাহ', 'কবীর সিং' সহ একাধিক অসাধারণ সিনেমা তিনি বলিউডকে উপহার দিয়েছেন। প্রত্যেকটি ছবিই রেকর্ড ব্যবসাও করেছে।4/5
5/5
caption: সিনেমার প্রিমিয়ার হোক বা বলিউডের গ্র্যান্ড কোনো সেলিব্রেশন। সবেতেই মোহময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবানি।
Caption: বলিউডে অভিনেত্রীর বিষয়ে তেমন কোনো কন্ট্রোভার্সি না থাকলেও, তিনি যে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তা বলিউড বা নেটিজেনদের কারোরই অজানা নয়।
Stars Jivani Keywords: kiara advani hot, kiara advani bold pictures, kiara advani hot pictures, kiara advani boyfriend, kiara advani movies, kiara advani instagram, kiara advani siddharth malhotra
Post a Comment