Kailash Kher : ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৈলাশ খের, জানুন তাঁর কর্মজীবন ও বিতর্ক..

kailash-kher-biography-in-bengali

ভারতের অন্যতম জনপ্রিয় ও মেধাবী সঙ্গীতশিল্পী হলেন কৈলাশ খের। একাধারে তিনি যেমন প্লে ব্যাক সিঙ্গার অন্যদিকে, মিউজিক কম্পোজার। বলিউডকে অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন। তাঁর গানে  মুগ্ধ হননি এরম মানুষ প্রায় নেই বললেই চলে। কৈলাশ খেরের অনুরাগী সংখ্যাও অগণিত। কৈলাশ খের  ১৯৭৩ সালে ৭ জুলাই ভারতের উত্তর প্রদেশের মিরাটে একটি কাশ্মীরি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মেহর সিং খের ছিলেন একজন লোকগায়ক। তাই ছোটবেলা থেকেই সঙ্গীত পরিবেশে বেড়ে উঠেছিলেন তিনি। চার বছর বয়স থেকেই কৈলাশ খের নিজের গানে বন্ধু এবং পরিবারকে মুগ্ধ করতেন।


কৈলাশ খের ২০১৭ সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার পান। তিনি সেরা পুরুষ প্লেব্যাক গায়কের জন্য দুটি ফিল্মফেয়ার পুরষ্কারও পেয়েছেন: একটি হিন্দি চলচ্চিত্র ফানা এবং একটি তেলুগু চলচ্চিত্র মিরচি-এর জন্য।


কৈলাশ খেরের জীবনের বিতর্ক-

ভারতে ২০১৮ সালে মি টু আন্দোলন চলাকালীন একাধিক মহিলা কৈলাশ খেরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন।


কৈলাশ খের প্রাপ্ত অ্যাওয়ার্ডগুলি-


১. ২০০৪ স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড সেরা পুরুষ প্লেব্যাক ওয়াইসা ভি হোতা হ্যায় পার্ট ২ "আল্লাহ কে বন্দে"।

২. স্টার গিল্ড পুরস্কারে সেরা পুরুষ প্লেব্যাক গায়ক মনোনীত ২০০৭ ফিল্মফেয়ার পুরস্কার সেরা পুরুষ প্লেব্যাক গায়ক ফানা "চাঁদ সিফারিশ"।

৩. ২০০৯ ফিল্মফেয়ার পুরস্কার সেরা পুরুষ প্লেব্যাক গায়কের জন্য দক্ষিণ ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু অরুন্ধতী "কাম্মুকুন্না চিকাতলোনা"।

৪. ২০১০ জিএমএ অ্যাওয়ার্ড সেরা জনপ্রিয় সঙ্গীত অ্যালবামের জন্য গিমা পুরস্কার চন্দন মে একক অ্যালবাম জিতেছে ইন্ডিয়ান টেলিভিশন একাডেমী পুরস্কার সেরা শিরোনাম গান তেরে লিয়ে "তেরে লিয়ে"।

৫. ২০১১ জি রিশতে পুরস্কার প্রিয় গুরু-শিষ্য সা রে গা মা পা ল'ইল চ্যাম্পস মনোনীত ফিল্মফেয়ার পুরস্কার সেরা পুরুষ প্লেব্যাক গায়ক - কন্নড় সেরা পুরুষ প্লেব্যাক গায়ক। 

৬. ২০১২ ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড একটি টিভি শো দিয়া অর বাতি হাম টাইটেল গানের জন্য সেরা টাইটেল গায়ক জিতেছেন।

৭. ২০১৩ নন্দী পুরষ্কার শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক গায়ক মিরচি "পান্ডাগালা দিগিভাচ্ছাউ" এর জন্য নন্দী পুরস্কার জিতেছেন।

৮. সেরা পুরুষ প্লেব্যাক গায়কের জন্য ২০১৪ ফিল্মফেয়ার পুরস্কার-তেলুগু সেরা পুরুষ প্লেব্যাক গায়ক অ্যাওয়ার্ড জিতেছেন।২০১১ নেপাল পর্যটন বছর গুডউইল অ্যাম্বাসেডর ২০১১ সামগ্রিক অবদান জিতেছেন।

৯. ২০১০ লোক ও শাস্ত্রীয় সঙ্গীতে যশ ভারতী পুরস্কার জিতেছেন।

১০. ২০১৭ পদ্মশ্রী–চতুর্থ সর্বোচ্চ ভারতীয় জাতীয় সম্মান শিল্প-সংগীত জিতেছেন।

১১. সেরা পুরুষ প্লেব্যাক গায়কের জন্য ২০১৯ SIIMA পুরস্কার জিতেছেন তিনি। 


কৈলাশ খেরের জনপ্রিয় গান-


1. Saiyyan

2. Chand Sifarish

3. Tere Naal Ishqa

4. Chak Lein De

5. Mere Nishaan

6. Barf Khushi Hain

7. Tujhe Main Pyar Karu

8. Show Me Your Jalwa

9. Ud Ud Ud Jaye

10. Fatak


Stars Jivani Keywords : 

Post a Comment

Previous Post Next Post