রঙ্গমঞ্চের খুনের কিনারা করতে আসছে সত্যান্বেষী, বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'ব্যোমকেশ হত্যামঞ্চ'


byomkesh-hotyamancha-movie-review


রঙ্গমঞ্চের খুনের কিনারা করতে আসছে সত্যান্বেষী, বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'ব্যোমকেশ হত্যামঞ্চ'


বড়পর্দায় আবার ব্যোমকেশ হয়ে ফিরছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। অরিন্দম শীলের পরিচালনায় বহু বছর পর বড়পর্দায় দেখা যাবে ব্যোমকেশকে। সত্যবতীর চরিত্রে আগের মতোই রয়েছে সোহিনী সরকার। তবে এবার অজিতের চরিত্র পরিবর্তন হয়েছে। নতুন মুখ হিসেবে অজিতের চরিত্রে রয়েছেন অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়। এবার ‘হত্যামঞ্চ’-এর রহস্য ভেদ করবে সত্যান্বেষী। ছবির ফার্স্টলুক ও টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। সম্প্রতি ট্রেলারও প্রকাশ্যে এসেছে। এই ট্রেলারেই নজর কেড়েছেন অভিনেতা ও অভিনেত্রীরা। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন পাওলি দাম, অর্ণ মুখোপাধ্যায়, অনুষা বিশ্বনাথনের সহ একাধিক ভালো অভিনেতারা।


শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘বিশুপাল বধ’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’। তবে এই গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জীবনের শেষ পর্যায় লেখা। তাই গল্পের শেষ অংশ তিনি লেখেননি। লিখেছিলেন অন্য এক লেখক। তবে শেষ অংশটি সিনেমায় দেখানো হবে না। অরিন্দম শীলের পরিচালনায় ও পদ্মনাভ দাশগুপ্তের লেখায় গল্পটি শেষ হয়েছে। সাতের দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে গোটা গল্প। টিজারেই শুরুতেই গন্ধর্ব থিয়েটার দেখানো হয়েছে। সেখানে নায়িকা হিসেবে রয়েছেন পাওলি দাম। রঙ্গমঞ্চে ঘটে যাওয়া খুনের রহস্যের কিনারা করতেই আসরে নামে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। 


প্রসঙ্গত, ২০১৫ সালে অরিন্দম শীল প্রথমবার ব্যোমকেশের কাহিনি নিয়ে বড়পর্দায় আসেন। তাঁর পরিচালিত প্রথম ছবি ‘হর হর ব্যোমকেশ’। সে ছবিতেই প্রথমবার বড়পর্দায় ব্যোমকেশ ও সত্যবতী হিসেবে দেখা গিয়েছিল আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকারকে। তারপর থেকেই ব্যোমকেশ ও সত্যবতীর চরিত্র অপরিবর্তিত। তবে অজিতের চরিত্রে পরিবর্তন এসেছে বারবার। 


আগামী ১১ অগাস্ট সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’। আর এই ছবিতে প্রথমবার অরিন্দম শীলের সঙ্গে কাজ করলেন পাওলি দাম, সুহোত্র মুখোপাধ্যায়। পরিচালক অরিন্দম শীলের সঙ্গে যৌথভাবে ছবি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ।


Tags: Byomkesh Hotyamancha, Abir Chatterjee, Sohini Sarkar, Suhotra Mukherjee, Movie trailer, Movie review, Paoli Dam

Post a Comment

Previous Post Next Post