ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম সুরকার বিশাল দাদলানি, জন্মদিনে দেখা যাক তাঁর জীবনের কিছু বিতর্ক

vishal-dadlani-unknown-facts

ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র বিশাল দাদালানি। তিনি যেমন একাধারে গায়ক তেমনই মিউজিক প্রডিউসারও। ভারতীয় সঙ্গীতে অনেক অবদান রয়েছে তাঁর। ১৯৭৩ সালের ২৮ জুন জন্ম গ্রহণ করছিলেন মিউজিক কম্পোসার তথা গানের লেখক তথা গায়ক বিশাল। আজ তাঁর জন্মদিন। এবার ৪৯ বছরের পড়লেন তিনি। বিশাল মুম্বইয়ের সিন্ধি পরিবারে বড় হয়ে উঠেছেন। তারপর মুম্বইতেই পড়াশোনা সম্পূর্ণ করেন গায়ক। ১৯৯৪ সালে নিজের মিউজিক ক্যারিয়ার শুরু করেন তিনি। বলিউডকে অনেক গান উপহার দিয়েছেন তিনি। তাঁর হিট গানগুলি হল-



stars-jivani-google-news-banner


1. Balam Pichkari

2. Swag se Sawagat

3. Selfie le le re

4. Shaitan ka sala

5. Radha

6. Dus Bahane

7. Deewangi Deewangi

8. Ghagra


বিতর্কসমূহ : 

আরও বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বিশালের গানে মজে আট থেকে আশি সকলেই। তবে তাঁর জীবনে কিছু কন্ট্রোভার্সি রয়েছে। সেগুলো জেনে নেওয়া যাক-

Follow Us On 👇

    

👉 বিশাল-শেখর শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেসের সঙ্গীত রচনা করেছেন। তবে তাঁরা ছবিটির মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন না। এই জিনিসটি বিতর্কিত হয়ে ওঠে। বিশাল-শেখর "চেন্নাই এক্সপ্রেস" এর প্রচার থেকে দূরে ছিলেন। শাহরুখ এবং র‍্যাপার হানি সিং  সিনেমার শিরোনামে ছিলেন। তাতেই ক্ষুব্ধ হন বিশাল। 


👉 বিশাল ও তাঁর স্ত্রী প্রিয়ালির বিবাহবিচ্ছেদ অনুরাগীরা কেউই মেনে নিতে পারেনি। দুজনেই মিউচুয়ালভাবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এর পেছনে ব্যক্তিগত কারণকেই দায়ী করেন। তাতেই বিতর্কে জড়ান বিশাল। যদিও প্রাক্তন স্ত্রী প্রিয়ালির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখবেন বলে জানান গায়ক। 


👉 অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং গায়ক আরমান মালিকের টুইটারে কিছু বাকবিতন্ডা হয়েছিল। সেখানে নাক গলাতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন বিশাল।


Stars Jivani Keywords : vishal dadlani wife,  vishal dadlani songs,  vishal dadlani  networth,  vishal dadlani wikipedia,  vishal dadlani  instagram,  vishal dadlani official website, 

Post a Comment

Previous Post Next Post