দেব প্রাইভেট লিমিটেডের আজ পাঁচ বছর পূর্তি, এক নজরে দেখে নেওয়া যাক তাদের সফলতার গল্প

today-dev-pvt-limited-completed-five-years

দেব প্রাইভেট লিমিটেডের আজ পাঁচ বছর পূর্তি, এক নজরে দেখে নেওয়া যাক তাদের সফলতার গল্প ....

দেব মানেই আশা, ভরসা, প্রত্যাশা। মানুষ হারতে শেখে, আর হেরে জিততে শেখে এটাই তো দেব দা। বারবার ট্রোলের শিকার হয়েছেন, মানুষ তাকে নিয়ে কটাক্ষ করেছেন কিন্তু তবুও তিনি হেরে যাবেন না এটাই চিল তার অদ্যম ধৈর্য্য শক্তির নীতিকথা। 

আজ তার সৃষ্টি দেব প্রাইভেট লিমিটেড সফলতার সর্বোচ্চ পর্যায়ে। ক্রমাগত আদর পেয়েছেন দর্শক মহলে, আজ সাদামাটা দেব মানুষের মনে এক ধ্রুবক স্থান অধিকার করেছেন। 

বান্ধবী রুক্মিণীর সাথে একের পর এক হিট ছবি দিয়েছেন। দেব এখন বাংলার কমার্শিয়াল সিনেমার একক সম্রাট। তিনি যথার্থই বলেছিলেন বড় সাম্রাজ্যের প্রজা হওয়া থেকে ভালো ছোট সাম্রাজ্যের রাজা হওয়া। তাই হয়তো সফলতার নৌকা করে তিনি এখন বাংলার অলিতে গলিতে প্রবেশ করেছেন এই স্মৃতিময় জয়যাত্রাকে এগিয়ে দিতে। 

দেখে নেওয়া যাক তার দেব প্রাইভেট লিমিটেডের পাঁচটি সফল সিনেমা কোনগুলি... 

  • এই প্রোডাকশনের প্রথম সিনেমা হল চ্যাম্প, যা ছিল সুপার ডুপার হিট। এই সিনেমার ডিরেকশন দিয়েছিলেন রাজ চক্রবর্তী।
  • এই প্রোডাকশনের দ্বিতীয় সিনেমা হল ককপিট। বাংলা সিনেমায় এক নতুন ধরনের Vfx এর ছোঁয়া পাওয়া গিয়েছিল। 
  • এই প্রোডাকশনের তৃতীয় সিনেমা হল কবীর। উগ্রবাদী শক্তি বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প নিয়ে তৈরি হয়েছিল এই সিনেমা। 
  • এরপর ২০২১ সালে পর পর দুটি সিনেমা উপহার দেয় এই প্রোডাকশন। টনিক ও কিশমিশের গল্প দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল


stars-jivani-google-news-banner


Follow Us On 👇

    

Tags : dev private limited, dev production house, dev movies, dev production house movies, 

Post a Comment

Previous Post Next Post