এখন যৌনকর্মীরাও কিং খানের মতো বলবেন কোন পেষাই ছোট নয় - কেন এমন মন্তব্য জানুন সুপ্রিম কোর্টের রায়

 

এখন যৌনকর্মীরাও কিং খানের মতো বলবেন কোন পেষাই ছোট নয় - কেন এমন মন্তব্য জানুন সুপ্রিম কোর্টের রায় 


বলিউডে কিং খান ও তাঁর বলা প্রতিটা ডায়লগ সিনেমাপ্রেমীদের জন্য স্বর্গসুখ, তবে আজ তাঁর বলা এক ডায়লগ যেন যথার্থ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের দেওয়া এক ঐতিহাসিক রায়ের সাথে | কেন এমন বলা হচ্ছে এই সম্বন্ধে বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন :

কিং খানের Raees সিনেমার একটি বিখ্যাত ডায়লগ ছিল 
“Koi Dhanda Chhota nahin hota aur dhande se bada koi dharam nehi hota"

যার বাংলা অর্থ হল “ জীবিকা নির্বাহের স্বার্থে করা কোনো পেশাই ছোট নয়, পেশা থেকে বড় ধর্ম নেই” অর্থাৎ বোঝানো হচ্ছে যে পেশা হল একটি মানুষের অর্থনৈতিক ও সামাজিক সাম্যাবস্থার বাহক ও সর্ববৃহৎ ধর্ম, তাই কোনো পেশাকেই ছোট হিসেবে দেখা উচিৎ নয়| 

একই ভাবে আজ সুপ্রিম কোর্ট ভারতের সমস্ত যৌনকর্মীদের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক রায় দিয়েছেন, যেখানে বলা হয়েছে যৌনপল্লীতে কর্মরত প্রতিটা যৌনকর্মীর পেশা বাকি পাঁচটা পেশার মতোই গ্রহণযোগ্য ও সম্মানীয়| বিশেষজ্ঞরা মনে করছেন - সমাজের কাঠামোকে শক্ত করতে ও সমাজের প্রতিটা বর্গের মানুষের মধ্যে সমান অধিকার পৌঁছে দিতে এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়| ভবিষ্যতে এই বর্গের মানুষের অধিকার নিয়ে জনগণ আরও সচেতন হবে বলেই বিশেষজ্ঞদের বিশ্বাস| 

Tags: king khan dialogue, raees movie dialogue, shahrukh khan dialogue, supreme court on prostitution, upreme court on prostitution in bengali, 

Post a Comment

Previous Post Next Post