Aman Gupta Biography in Bengali | Shark Tank | আমান গুপ্তা বাংলা জীবনী | Aman Gupta Age, Height, Wife, Children, Net Worth

aman-gupta-boat-biography-in-bengali

ভারতীয় তরুণ ব্যবসায়ী উদ্যোক্তাদের মধ্য অন্যতম হলেন আমান গুপ্তা (Aman Gupta)। তিনি বিখ্যাত ভারতীয়  ইয়ারফোন কোম্পানি বোট (Boat) -এর কর্ণধার। বর্তমানে তিনি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া (Shark Tank India) নামক জনপ্রিয় রিয়্যালিটি শো-এর বিচারক। তার জীবনী সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো :


সম্পূর্ণ নাম

আমন গুপ্তা (Aman Gupta)

ডাক নাম***
জন্ম তারিখ4 মার্চ , 1982
জন্ম স্থাননিউ দিল্লি
নাগরিকতাভারতীয়
জীবিকাব্যবসায়ী উদ্যোক্তা ,চিফ মার্কেটিং অফিসার (CMO)
রাশিমীন
বয়স40



শিক্ষাগত তথ্য
বিদ্যালয়Delhi Public School, R K Puram, New Delhi
মহাবিদ্যালয়
  • শহীদ ভগৎ সিং কলেজ (1898-2001)
  • দ্য ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাক্যাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (1999-2002)
  • ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস (2010-2011)
  • নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি - কেলগ স্কুল অফ ম্যানেজমেন্ট (2011-2011)
শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতক (কমার্স অনার্স)
  • চার্টার্ড অ্যাকাউন্টান্ট
  • অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স 
  • MBA (জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং)
  • MBA (ফিনান্স অ্যান্ড স্ট্র্যাটেজি)



ধর্মীয় তথ্য
ধর্মহিন্দু
গোত্রবানিয়া/বেনে





শারীরিক পরিসংখ্যান
উচ্চতা5 ফুট 8 ইঞ্চি
ওজন70 kg
চুলের রঙকালো
চোখের রঙকালো
ট্যাটুনেই
জুতোর সাইজ8 US




জীবিকা তথ্য
টিভি শো
শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া (Shark Tank India)-র বিচারক
কোম্পানি
বোট (Boat)




সম্পর্ক তথ্য
পরিবার

⦿ মাতা :  জ্যোতি কোচের গুপ্তা 

⦿ পিতা :  নীরজ গুপ্তা (Neeraj Gupta) ( অ্যাডভান্স টেলিমিডিয়া প্রাইভেট লিমিটেড - এর ডাইরেক্টর )

⦿ ভাই :  আনমোল গুপ্তা (Anmol Gupta)

⦿ বোন :  নেহা গুপ্তা (Neha Gupta)

স্ত্রী
প্রিয়া ডাগার (Priya Dagar)
সন্তান
দুই মেয়ে
  • আদা গুপ্তা (Adaa Gupta)
  • মিরায়া গুপ্তা (Miraya Gupta)



বিতর্ক ও অজানা তথ্য সমূহ

1. আমন গুপ্তা ভারতের ডি টু সি কাউন্সিলের চেয়ারম্যান।

2. আমন গুপ্তাকে ভারতীয় রিয়্যালিটি শো 'কৌন বানেগা করোরপতি ' বা KBC র গত মরসুমের অন্তিম পর্বে দেখা গেছে ।

3. তিনি অবসর সময়ে water surfing করতে ভালোবাসেন ।

4. তিনি ভারতের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্টান্টদের অন্যতম ।

5. 2020 সালের কোভিড মহামারীর কালেও বোট কোম্পানি 500 কোটি টাকার ব্যবসা করেছে ।

6. 

7. 

8. 

9. 

10. 






নেট দুনিয়ায় করা কিছু প্রশ্ন (FAQ)

1. আমন গুপ্তা কে ?

উত্তর : আমন গুপ্তা হলেন বোট (Boat)-এর কর্ণধার, চিফ মার্কেটিং অফিসার CMO এবং শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া (Shark Tank India) শো -এর অন্যতম বিচারক ।

2. আমন গুপ্তার বয়স কত ?

উত্তর : আমন গুপ্তা 4 মার্চ 1982 সালে জন্মগ্রহণ করেছেন । 2022 সালের নিরিখে তার বয়স 40 বছর।

3. আমন গুপ্তা কি বিলিয়নিয়র ?

উত্তর : আমন গুপ্তার কোম্পানি বোট (Boat) -এর নেট ওয়ার্ড 95 মিলয়ন ।

4. আমন গুপ্তা কি কনিষ্ঠতম চার্টার্ড অ্যাক্যাউন্ট্যান্ট ?

উত্তর : আমন গুপ্তা হলেন অন্যতম কনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্টান্ট । তিনি মাত্র কুড়ি বছর বয়সে CA করেন ।

5. আমন গুপ্তা কি পাঞ্জাবী ? 

উত্তর : না


Tags:Aman Gupta Biography, Aman Gupta Boat biography, aman gupta biography in bengali, Shark Tank Aman Gupta Biography in Bengali, Aman Gupta Net Worth, Aman Gupta Wikipedia, aman gupta instagram, aman gupta education, Aman Gupta Daughters, Aman Gupta Wife Name, Aman Gupta Father Name, Aman Gupta Mother Name, Aman Gupta Facebook

Post a Comment

Previous Post Next Post