Afran Nisho Biography in Bengali
আরও পড়ুন: জয়া আহসানের জীবনী | Jaya Ahsan Biography
- 2000 সাল থেকেই মূলত মিডিয়া জগতে তার পদার্পণ। ছোট বড় ফটোশুট, Ramp Walk ইত্যাদি করতেন তিনি।
- এরপর তিনি গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরণ মেহেদীর মতো জনপ্রিয় প্রযোজকদের বিজ্ঞাপনে তিনি কাজ করেন।
- তার প্রথম নাটক ছিল ঘর ছাড়া।
- তিনি বাংলাদেশ নাটক মহলে এই বহুল জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ হল তার ভিন্ন ধর্মীয় চরিত্র স্থাপন যেমন নেগেটিভ রোল, রোমান্টিক কমেডি, কমেডি ইত্যাদি
- তার জনপ্রিয় নাটক হল ফুলমতি, তুমি না থাকলে, ইডিয়টস, টার্ন ওভার, বুকের বাপাশে ইত্যাদি।
- তিনি সব মিলিয়ে 200-টির বেশি নাটকে অংশ গ্রহণ করেছেন
- 14 বছর প্রেম করে তিনি বিয়ে করেন তার স্বপ্নের রাজকন্যাকে যার নাম তৃষা
- তার এক পুত্র সন্তান আছে যার নাম নিরভান
Tags: afran nisho biography in bengali, afran nisho, afran nisho wife, afran nisho wiki, আফরান নিশো জীবনী, আফরান নিশো বাংলা জীবনী, আফরান নিশো নাটক.
Post a Comment