টলিউড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল খ্যাতি প্রাপ্ত এই অভিনেত্রী বাংলাদেশ ও ভারত উভয় দেশেই তার প্রতিবার গুনে নিজেকে আকর্ষণের কেন্দ্র বিন্দু করে তুলেছেন। কখনো তার বোল্ড চরিত্র আবার কখনো তার ব্যাক্তিগত জীবন নিয়ে উঠে এসেছে নানা বিতর্ক। তার সময়কালে তিনি আমাদের বিজয়া, গেরিলার মতো অসাধারণ চলচ্চিত্র উপহার দিয়েছেন যা দর্শকদের অন্তরে চিরভাস্বর। দেখুন তার জীবনী (Jaya Ahsan Biography in Bengali):
বিতর্ক ও অজানা তথ্য
- তিনি কি ধূমপান করেন?
- (না)
- তিনি কি মদ্যপান করেন?
- (না)
- তার সর্বাধিক প্রচারিত সিনেমা গুলো হল : গেরিলা,চোরাবালি,জিরো ডিগ্রী
- তিনি একজন মুক্তি যোদ্ধার পরিবারে বড় হয়েছেন
- তার পিতার ইচ্ছে ছিল জয়া আহাসান যাতে একজন চাকুরিজীবি হন কিন্তু জয়া আহসান একজন গায়িকা বা চিত্র শিল্পী হতে চেয়েছিলেন |
- তিনি ১৯৯০ তে মডেলিং শুরু করেন |
- ১৯৯২ তে তিনি সাময়িকভাবে মডেলিং ছেড়ে দেন |
- ২০১১ থেকে ২০১৫ এর মাঝে তিনি সর্বমোট তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন |
- তিনি প্রথম বাংলাদেশী অভিনেত্রী যাকে Cannes Film Festival এ ডাকা হয় |
- একসময় উড়ো খবর এসেছিল যে তিনি ও তার স্বামীর ডিভোর্স হয়ে গিয়েছে, যদিও তিনি তা নাকচ করেন |
- তিনি USAID(US Agency for International Development) এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর , যা মহিলা ও শিশুদের সাহায্য করে |
- তিনি তার আর্ট,ক্রাফট , সঙ্গীত ও নাচের প্রতি আবেগ প্রকাশে ঢাকায় সঙ্গীত চর্চার জন্য স্কুল স্থাপন করেছেন |
Tags: Jaya Ahsan biography, Jaya Ahsan biography in bengali, jaya ahsan age, jaya ahsan child name, জয়া আহসান জীবনী বাংলায়
Post a Comment